ব্রেকিং নিউজ
দুঃসংবাদ দিলেন ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদ জনগণের ভালোবাসায় সিক্ত খুলনায় ইপিআরসি'র উদ্যোগে আর্সেনিক ঝুঁকি নিরসণে সক্ষমতা ও নিরাপদ পানি অবহিত করণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় কাঁকড়া চাষে উৎসাহিত করতে চাষীদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পরকীয়া প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা প্রধান শিক্ষক গাছের বেঁধে গণধোলাই
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬/৩/২০২৪, ১০:৩২:২২ PM

সাঁথিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত

পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তপধনি, সূর্যদোয়ের সাথে সাথে স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, আলোচনা সভা,আনন্দ র‌্যালী, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।